বিয়ের উদ্দেশ্যে প্রেম করা কি জায়েজ..??  দেখুন ইসলাম কি বলে [রেফারেন্স সহ]→↓↓  .  উত্তরঃ বিয়ের আগে ভিন্ন পুরুষের সাথে  প্রেম ভালোবাসা হারাম।  .  রাসুল (সাঃ) বলেছেন,  "যেখানে দু'জন বেগানা নারী-পুরুষ নির্জনে  একত্রিত হয়, সেখানে তৃতীয়জন হয় শয়তান।"–  [সহীহ্ তিরমিযী, ১১৭১]  .  এখানে নির্জনে নারী-পুরুষ কে একত্রিত হতে  স্পষ্টত নিষেধ করা হয়েছে।  .  এখন ধরুন, আপনি বা আমি যদি কারো সাথে  মোবাইলে কথা বলি, সেটাও নির্জনে একত্রিত  হওয়া নয় কি? কারন, আমরা মোবাইলে কথা বলার সময়  নির্জনেই কথা বলি। নির্জনে  SMS আদান-প্রদান করি। এবং তখন দুজনের মধ্যে  কোনোরুপ বাঁধা থাকে না।  .  একসময় কথাবার্তা কতটা অশালীন মূহুর্তে পৌছায়)। যার  দ্বারা মুখের ও অন্তরের যিনা হয়।  যা স্পষ্ট হারাম।  .  আল্লাহ বলেন, "তোমরা অশ্লীলতার ধারে  কাছেও যেও না"–[আল ইসার ১৭:৩২]  এ বিষয়ে আরো দ্রষ্টব্য→ [সহিহ্ বুখারী: ৬৩৪৩ ও  সহিহ্ মুসলিম:২৬৫৭]  .  অশ্লীলতা তো দূরের কথা, এক্ষেত্রে  বিনা প্রয়োজনে শালীন ভাবে কথাবার্তা বলারও  বৈধতা নেই মুহাররাম নারী-পুরুষের মধ্যে। না প্রেম  হিসেবে, না বন্ধুত্ব আর না দোস্ত-দোস্ত বলে  ডাক...
What can We Learn from Islam: The Struggle for True Religion